প্রকাশের তারিখঃ 7-মার্চ-2025 ইং
ইং
রণবীরের বিশেষ মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করেন আলিয়া

বলিউডের অনেক অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছেন অভিনেতা রণবীর কাপুর। প্রেমের কারণে সংবাদ শিরোনামে এসেছেন অনেক বার এ নায়ক। কিন্তু কন্যাসন্তান রাহার জন্মের পরে নাকি রণবীর পালটে গেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের জীবনে কী কী পরিবর্তন এসেছে, তা নিয়ে আলিয়া খোলামেলা কথা বলেন।
ফটো সাংবাদিকদের ক্যামেরায় প্রায়ই ধরা পড়ে রণবীর—আলিয়ার কন্যা রাহা। অনুরাগীরা মনে করেন, রাহা তার বাবার বেশি আদরের। আলিয়াও এমনটাই জানিয়েছেন। রাহার সঙ্গে কাটানো প্রতিটি সময় রণবীরের কাছে খুব বিশেষ মুহূর্ত। এ মুহূর্তগুলো গোপনে ক্যামেরাবন্দি করে রাখেন আলিয়া।
এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘রণবীর সত্যিই দারুণ। রাহার মনোরঞ্জন করার সময় ও আরও সৃজনশীল হয়ে ওঠে। রাহাও কিছু কম যায় না। ওদের দুজনের দারুণ একটা বন্ধুত্ব রয়েছে। ওদের দুজনকে একসঙ্গে দেখলে ভালো বন্ধু বলেই মনে হবে। কখনো ওরা প্রাপ্তবয়স্ক বন্ধুদের মতো আচরণ করে, আবার কখনো ছোট্ট বন্ধুদের মতো লাগে ওদের দেখে।’
রাহার সঙ্গে রণবীরের মুহূর্ত দেখে ভীষণ আনন্দিত হন আলিয়াও। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি চুপি চুপি ওদের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখি। ওরা জানতেও পারে না, আমি ওদের ক্যামেরাবন্দি করছি। ওদের মধ্যে কেউ ক্যামেরার দিকে তাকালেই আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই।’
রণবীর নাকি মানুষ হিসেবে খুবই শান্ত প্রকৃতির। তাই বাড়িতে থাকলে বেশির ভাগ সময় রাহার সঙ্গেই কাটাতে পছন্দ করেন। বাবা হিসেবে রণবীরের এমন অবস্থা এভাবে নাকি প্রতি দিন নতুন করে মুগ্ধ হন আলিয়া।
© ২০২৫, টাইম্স সিলেট। সর্বস্বত্ব সংরক্ষিত।